বাসস দেশ-৩৫ : বাংলাদেশ সীমান্ত থেকে ৩১ রোহিঙ্গাকে ফেরত নিয়েছে ভারত

529

বাসস দেশ-৩৫
বাংলাদেশ-ভারত-রোহিঙ্গা
বাংলাদেশ সীমান্ত থেকে ৩১ রোহিঙ্গাকে ফেরত নিয়েছে ভারত
ঢাকা, ২১ জানুয়ারি, ২০১৯ (বাসস) : ভারতীয় কর্তৃপক্ষ আজ ৩১ জন রোহিঙ্গাকে বাংলাদেশ সীমান্ত থেকে ফিরিয়ে নিয়েছে। তারা বাংলাদেশের পূর্বাঞ্চলীয় সীমান্তে চার দিন যাবত বাংলাদেশে অণুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু বাংলাদেশের সীমান্তরক্ষীরা তাদের জিরো লাইন অতিক্রমে বাঁধা দেয়।
বিজিবি’র পূর্বাঞ্চলীয় ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক কমান্ডার সীমান্তরক্ষী লেফটন্যান্ট কর্নেল গোলাম কবির ঢাকায় এসে টেলিফোনের মাধ্যমে বাসসকে জানান, ‘ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) তাদেরকে আমাদের এলাকায় পুশ করার চেষ্টা চালায় কিন্তু এক পর্যায়ে তারা তাদের ফিরিয়ে নিয়ে যায়।’ তিনি বলেন, বিজিবি ভারতীয় পক্ষের সঙ্গে ভারতে দুই দফা আলোচনা চালায়। তারা বলার চেষ্টা করে যে, ‘রোহিঙ্গারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশে করেছে আমরা তাদের গ্রহণ করতে অস্বীকৃতি জানাই কারণ তারা ভারতীয় শরনার্থী কার্ডধারী।’
কবির বলেন, ‘আমরা বিএসএফকে এমনকি একথাও বলি তারা যদি বাংলাদেশী হয়ে থাকে তাদের প্রকৃত পরিচয় বের করে আপনাদের দেশের আইনে অন্যায়ভাবে সীমান্ত অতিক্রমের জন্য তাদের বিচরের আওতায় আনা হোক।’
প্রতিবেশী বাসিন্দারা বলেন, ‘বিএসএফ-এর লোকেরা সকাল সাড়ে ১০টায় প্রচন্ড শীতে জিরো লাইন অতিক্রম করতে গিয়ে যখন নিস্তেজ হয়ে পড়ে তখন তাদের মূল ভূখন্ডে ফিরিয়ে নিয়ে যায়।’ সাম্প্রতিক গণমাধ্যমের খবরে মিয়ানমার থেকে উৎখাত প্রায় ১,৩০০ রোহিঙ্গা ভারতীয় সীমান্তের কাঁটা তারের বেড়া অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করেছে বলে জানােেনার পর এ ঘটনা ঘটলো। কবির জানান, বিজিবি জানতে পারে যে, কিছু সংখ্যক রোহিঙ্গাকে ভারতের জম্মু ও কাশ্মিরের শরণার্থী শিবির থেকে নিয়ে আসা হয়েছে।
বাংলাদেশ দক্ষিণাঞ্চলীয় কক্সবাজার জেলায় বর্তমানে ১০ লাখের বেশি রোহিঙ্গাকে শরনার্থী শিবিরে আশ্রয় প্রদান করেছে।
বাসস/এআর/অনু-জেজেড/২২৩০/কেএমকে