বাসস দেশ-২২ : সৌদি তেল কোম্পানি এরামকো’র বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ

854

বাসস দেশ-২২
নসরুল-তেল-কোম্পানী-সাক্ষাৎ
সৌদি তেল কোম্পানি এরামকো’র বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ
ঢাকা, ২১ জানুয়ারি, ২০১৯ (বাসস) : সৌদি তেল কোম্পানি এরামকো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে সৌদি আরবের জাতীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস ভিত্তিক কোম্পানি এরামকো-এর ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিদ কে ঘেমলাছ দ্বিপাক্ষিক বৈঠক কালে এই আগ্রহের কথা জানান।
বৈঠকে জনাব ঘেমলাছ বাংলাদেশে জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে প্রাথমিকভাবে কোম্পানিটি তেল শোধনাগার স্থাপনের আগ্রহের কথা জানান। বাংলাদেশে ১৫ মিলিয়ন মেট্রিক টন ক্ষমতার তেল শোধনাগার করা গেলে লাভজনক হবে। আর এভাবেই দু’দেশের মধ্যে সহযোগিতা আরো বৃদ্ধি পাবে বলে ঘেমলাছ উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী নসরুল হামিদের বলেন, বাংলাদেশে পেট্রো কেমিকেল ইন্ডাস্ট্রিজের ভবিষ্যৎ খুবই উজ্জ¦ল। বাংলাদেশের জ্বালানি খাতে সৌদি আরবের বিনিয়োগের বিশাল সুযোগ রয়েছে। প্রতিমন্ত্রী তাদেরকে বাজার নিয়ে গবেষণার আহ্বান জানান এবং এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করার জন্য বিপিসিকে নির্দেশ দেন।
এ সময় অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম, এরামকো ইন্ডিয়া অফিসের প্রেসিডেন্ট মোহামেদ মুঘিরা উপস্থিত ছিলেন।
বাসস/তবি/এমএআর/২১১০/জেহক