জয়পুরহাটে দুস্থদের মাঝে ৮০০ কম্বল বিতরণ

695

জয়পুরহাট , ১৮ জানুয়ারি, ২০১৯ (বাসস) : সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে দুস্থ ও এতিমদের মাঝে শুক্রবার শীতবস্ত্র হিসেবে ৮০০ কম্বল বিতরণ করা হয়েছে।
সদর উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর, খাঁ পাড়া, বগদহ পাড়া, ফকিরপাড়া, চারমাথা ও মাস্টারপাড়া মহল্লার দুস্থ ও স্থানিয় মাদ্রাসার এতিম শিশুদের মাঝে ৮০০ কম্বল বিতরন করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, জয়পুরহাট জেলা শাখার সভাপতি নূর আলম। অন্যান্যের মধ্যে ছিলেন সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সম্পাদক ফারহানা রহমান বিথি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রফিকুল আলম আকন্দ, সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, অর্থ সম্পাদক আতাউর রহমান সন্দেশ প্রমুখ।