বাসস দেশ-২৭ : রোহিঙ্গা সমস্যার সমাধানে ইন্দোনেশিয়ার সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

534

বাসস দেশ-২৭
পররাষ্ট্রমন্ত্রী-ইন্দোনেশিয়া-রোহিঙ্গা
রোহিঙ্গা সমস্যার সমাধানে ইন্দোনেশিয়ার সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ১৭ জানুয়ারি, ২০১৯ (বাসস) : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানে ইন্দোনেশিয়ার সহায়তা চেয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এলপি মারসুদি বুধবার তাকে ফোনে অভিনন্দন জানানোর সময় তিনি এ সহায়তা চান।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।
মারসুদি বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করতে ২০১৬ ও ২০১৭ সালে বাংলাদেশ সফর করেন।
বাসস/অনু-এএএ/২১৩০/জেহক