বার্লিন, ৪ জুলাই, ২০১৭ (বাসস ডেস্ক) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল বৃহস্পতিবার সাক্ষাতের পরিকল্পনা করেছেন। হামবুর্গে জি২০ শীর্ষ সম্মেলনের আগে এ সাক্ষাতে তারা কৌশলগত আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপি’র।
মের্কেলের মুখপাত্র স্টিফান সিবার্ট জানান, সম্মেলনের আগে তাদের মধ্যে এ সাক্ষাত হবে। খুব সম্ভব বৃহস্পতিবার সন্ধ্যায় এ সাক্ষাত হতে পারে।
হোয়াইট হাউস জানায়, এ দুই নেতা সোমবার টেলিফোনে কথাও বলেছেন।
ট্রাম্প ও মের্কেলের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার পর এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, এ সময় তারা জলবায়ু ইস্যু, ব্যবসা-বাণিজ্যে নারী উদ্যোক্তাদের নিয়ে আলোচনা করেন।
বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট সম্মেলনের সফলতার জন্য মের্কেলকে সহযোগিতা করতে চাচ্ছেন।