বাসস দেশ-২৮ : পদ্মার ভাঙ্গনে এবার বর্ষা মৌসুমে শরীয়তপুরের কেউ গৃহহারা হবে না : এনামুল হক শামীম

579

বাসস দেশ-২৮
উপ-মন্ত্রী-পরিদর্শন
পদ্মার ভাঙ্গনে এবার বর্ষা মৌসুমে শরীয়তপুরের কেউ গৃহহারা হবে না : এনামুল হক শামীম
শরীয়তপুর, ১৩ জানুয়ারী, ২০১৯ (বাসস) : পানি সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, পদ্মার ভাঙ্গনে এবার বর্ষা মৌসুমে শরীয়তপুরের কেউ গৃহহারা হবে না।
তিনি বলেন,আগামী বর্ষা মৌসুম শুরুর আগেই শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীর ভাঙন রোধে সব ধরনের ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পদ্মার ডান তীর রক্ষা বাঁধ প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি আজ রোববার নড়িয়ায় পদ্মার ডান তীর রক্ষা বাঁধ প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।
উপ-মন্ত্রী বলেন, ইতোমধ্যে পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধের কাজের গতি বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়েছে।
এসময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, জেলা প্রশাসক কাজী আবু তাহের, জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য ১ হাজার ৭৭ কোটি টাকা ব্যায়ে পদ্মার ডান তীড় রক্ষা বাঁধ প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
প্রকল্পের কাজ পরিদর্শন শেষে উপ-মন্ত্রী নড়িয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এক সুধী সমাবেশে এবং উপজেলার সরকারি কর্মকর্তাদের সাথে পদ্মার ভাঙ্গনে দুর্গতদের পুনর্বাসন কার্যক্রমসহ অন্যান্য চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে মতবিনিময় করেন।
বাসস/সংবাদদাতা/এমএমবি/২৩২৬/এবিএইচ