বাসস দেশ-৩৬ : দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

307

বাসস দেশ-৩৬
স্বদেশ প্রত্যাবর্তন দিবস-দিল্লি
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ঢাকা, ১০ জানুয়ারি, ২০১৯ (বাসস) : দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধকালীন সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দী অবস্থায় থাকার পর দেশ স্বাধীন হলে ১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তানের জেল থেকে মুক্ত হয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেন।
দিবসটি উপলক্ষে ভারপ্রাপ্ত হাই কমিশনার এ টি এম রকিবুল হকের সভাপতিত্বে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের উপর এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাই কমিশনের হেড চেন্সারি এ এফ এম জাহিদ-উল-ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাই কমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিয়াউর রহমান, মিনিস্টার (প্রেস) ফরিদ হোসেন, মিনিস্টার (কনস্যুলার) সেলিম মো. জাহাঙ্গীর।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করছেন বলে উল্লেখ করা হয়।
এরপর বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বাসস/সবি/এসই/১৯২৫/আরজি