কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

768

কক্সবাজার, ৭ মার্চ, ২০১৮ (বাসস) : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার আজ কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।
তিনি ক্যাম্প এলাকায় বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠীর খোঁজ -খবর নেন এবং ক্যাম্প এলাকায় ত্রাণ সমন্বয় কার্যক্রম পরিদর্শন করেন।
কক্সবাজারের জেলা প্রশাসক কামাল হোসেন এবং ত্রাণ সমন্বয় কার্যক্রমের সাথে জড়িত কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
ত্রাণ সমন্বয় কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তাগণ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ত্রাণ কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং বর্তমানে ১০ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থী এই এলাকায় বসবাস করছে।