বাসস ক্রীড়া-১২ : যোগ্য দল হিসেবেই ভারত সিরিজ জিতেছে : পেইন

269

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-সিডনি টেস্ট
যোগ্য দল হিসেবেই ভারত সিরিজ জিতেছে : পেইন
সিডনি, ৭ জানুয়ারি ২০১৯ (বাসস) : দেশের মাটিতে প্রথমবারের মত ভারতের কাছে টেস্ট সিরিজে নাস্তানাবুদ হলো অস্ট্রেলিয়া। এশিয়ার কোন দলের কাছে দেশের মাটিতে টেস্ট সিরিজ হারের প্রথম লজ্জাও বরণ করলো অসিরা। এমন হারে হতাশ অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। ম্যাচ শেষে পেইন বলেন, ‘এভাবে সিরিজ হেরে যাওয়ায়, হতাশ হওয়া ছাড়া কোন উপায় নেই। তবে ভারত ভালো খেলেছে, সিরিজ জয় তাদেরই প্রাপ্য।’
জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করেছিলো ভারত। অ্যাডিলেডে ৩১ রানের জয় পায় ভারত। তবে সিরিজে ঘুড়ে দাঁড়াতে সময়ক্ষেপন করেনি অস্ট্রেলিয়া। পার্থে সিরিজের দ্বিতীয় টেস্টেই জয়ের স্বাদ নেয় অসিরা। ১৪৬ রানের বড় জয়ে সিরিজে সমতা আনে অস্ট্রেলিয়া।
দ্বিতীয় ম্যাচ হারলেও, আত্মবিশ্বাসে চিড় ধরেনি ভারতের। মেলবোর্নে তৃতীয় টেস্টেই জয় তুলে নেয় তারা। ১৩৭ রানে জয় নিয়ে সিরিজে দ্বিতীয়বারের মত লিড নেয় ভারত। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিতের লড়াইয়ে সিডনিতে চতুর্থ ও শেষ টেস্ট খেলতে নামে টিম ইন্ডিয়া। এই ম্যাচে পুরোদমে অস্ট্রেলিয়া বোলারদের ওপর ছড়ি ঘুড়ায় ভারতীয় ব্যাটসম্যানরা। ৩১ বছর পর অস্ট্রেলিয়াকে ফলো-অনে বাধ্য করে ভারত। অস্ট্রেলিয়ার ইনিংস হারে শংকা জাগে। শেষ পর্যন্ত বৃষ্টি ও আলো স্বল্পতা বাঁিচয়ে দেয় অস্ট্রেলিয়াকে। কিন্তু ৭১ বছরের ইতিহাসে ভারতের কাছে প্রথমবারের মত টেস্ট সিরিজ হার এড়াতে পারেনি অস্ট্রেলিয়া।
সিরিজ হারে দলের পারফরমেন্সে হতাশ পেইন। শেষ দুই টেস্টে ভালো খেলতে না পারাই সিরিজ হারের প্রধান কারন বলে মনে করেন পেইন, ‘শেষ দু’টি টেস্টে ভারতের সামনে আমরা লড়াই-ই করতে পারিনি। এতে সিরিজ জয়ের সুযোগ পেয়ে যায় ভারত। প্রথম টেস্টে অ্যাডিলেডে আমরা লড়াই করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত তা কাজে লাগেনি। পার্থে জয়ের পরও আমরা ঘুড়ে দাঁড়াতে পারিনি। যোগ্য দল হিসেবেই ভারত সিরিজ জিতেছে। পুরো সিরিজেই ইতিবাচক ক্রিকেট খেলেছে কোহলির দল। সিরিজের শেষটা ছিল আমাদের জন্য চূড়ান্ত হতাশার।’
বাসস/এএসজি/এএমটি/১৯১৫/স্বব