বাসস ক্রীড়া-১০ : ডি ব্রুইনার অপেক্ষায় গার্দিওলা

278

বাসস ক্রীড়া-১০
ফুটবল-গার্দিওলা-ম্যানসিটি
ডি ব্রুইনার অপেক্ষায় গার্দিওলা
ম্যানচেস্টার (ইউকে), ৭ জানুয়ারি ২০১৯ (বাসস/এএফপি) : দলের অন্যতম শীর্ষ তারকা কেভিন ডি ব্রুইনার অপেক্ষায় ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। শিরোপা জয়ে সিটির হয়ে জোড়ালো ভূমিকা রাখার জন্য ডি ব্রুইনার ফিটনেস ফিরে পাওয়ার দিকে তাকিয়ে আছেন কোচ গার্দিওলা। শীর্ষ পয়েন্টধারী লিভারপুলকে হারিয়ে লীগ শিরোপার পথে ফের ফিরে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
বেলজিয়ামের এই প্লে মেকার ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন রোববার। ইত্তেহাদ স্টেডিয়ামে এফএ কাপের ম্যাচে স্বাগতিক দলটি ৭-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে দ্বিতীয় বিভাগের ক্লাব রদারহ্যামকে।
গত মৌসুমে রেকর্ড সংখ্যক একশ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটির লীগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ২৭ বছর বয়সি ডি ব্রুইনা। তবে এবারের মৌসুমে হাঁটুর সমস্যার কারণে দুই দফা সাইডলাইনে চলে যেতে হয়েছে তাকে। এই সুযোগে গার্দিওলার দলকে টপকে টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে লিভারপুল।
রোববার এফএ কাপে জয়ের পর সিটি কোচ গার্দিওলা বলেন, ‘আমি অনেকবার বলেছি, কেভিন আমাদের জন্য কতটা প্রয়োজনীয়। তাকে ছাড়া গত মৌসুমের সফলতা পাওয়াটা হয়তো সম্ভব হতো না। আমরা হয়তো ভাল করছি। কিন্তু আমাদের একটি প্রতিপক্ষ দল রয়েছে (লিভারপুল)। তারা আমাদের চেয়েও ভাল করছে। ব্রুইনার অনুপস্থিতির কারণেই তারা আমাদের চেয়ে বেশী ভাল করছে।’
মাংসপেশীর ইনজুরির কারণে সিটির হয়ে আগের দুই ম্যাচে অংশ নিতে পারেননি ডি ব্রুইনা। তন্মধ্যে ২-১ গোলে লিভারপুলের বিপক্ষে জয় পাওয়া ম্যাচটিও রয়েছে। ওই জয়ের ফলে টেবিলের শীর্ষ দলের সঙ্গে পয়েন্টের পার্থক্য আরো কমিয়ে এনেছে সিটিজেনরা। চলে এসেছে চার পয়েন্টের ব্যবধানে।
গার্দিওলার বিশ্বাস, ডি ব্রুইনাকে সঙ্গে নিয়ে সিটি ওই ব্যবধানটিও কমাতে সক্ষম হবে। কাতালান ওই কোচ বলেন, ‘এখন বেশ তরতাজা মানষিকতা এবং সুস্থ হয়ে দলে ফিরেছেন তিনি। আলাদা সৃষ্টিশীলতা দিয়ে সে আমাদেরকে সহায়তা করতে যাচ্ছে। আজ সে দলের নেতৃত্ব দিয়েছে। প্রমাণ করেছে কেন সে দলনেতা।’
বাসস/এএফপি/এমএইচসি/১৯০১/স্বব