বাসস ক্রীড়া-৯ : প্রধানমন্ত্রী থেকে সাবেক তারকাদের প্রশংসায় ভাসছে ভারতীয় দল

264

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-সিডনি টেস্ট
প্রধানমন্ত্রী থেকে সাবেক তারকাদের প্রশংসায় ভাসছে ভারতীয় দল
সিডনি, ৭ জানুয়ারি ২০১৯ (বাসস) : ৭১ বছরের ইতিহাসে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মত টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়লো ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় বিরাট কোহলির দল। এরপর থেকেই প্রশংসা ও অভিনন্দনে সিক্ত হচ্ছে টিম ইন্ডিয়া। দলের এমন দুর্দান্ত সাফল্যে উচ্ছসিত দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধুমাত্র প্রধানমন্ত্রীই নন, সাবেক খেলোয়াড় ও ক্রিকেট প্রেমিরাও এই তালিকায় রয়েছেন। সকলেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও টুইটারে ভারতীয় দলের ভুয়সী প্রশংসা করেছেন, জানিয়েছেন অভিনন্দন। কেবল দেশী নয় অন্য দেশের সাবেক ক্রিকেট তারকারাও প্রশংসা করেছেন ভারতীয় দলের। অভিনন্দন জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নির্বাহি সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও(আইসিসি)।
ভারতের প্রধানমন্ত্রী মোদি টুইট করেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লো ভারত। কঠোর সংগ্রামের জন্য ভারত দলকে অভিনন্দন এবং সিরিজ জয়ের দাবিদার তারাই। কিছু স্মরনীয় পারফরমেন্স সিরিজে সাক্ষী হয়ে থাকলো এবং দলটির জন্য শুভ কামনা রইল।’
ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারও জাতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি টুইট করেছেন, ‘ভারতের জন্য অবিস্মরনীয় দিন। ভারত দল সিরিজকে মনের মধ্যে গেথে দিলো। ছেলেদের নিয়ে গর্বিত।’
চার ম্যাচের টেস্ট সিরিজে ৫২১ রান করে সিরিজ সেরা হয়েছেন ভারতের ডান-হাতি ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। তাই পূজারার প্রশংসাও করেছেন টেন্ডুলকার, ‘টেস্ট ম্যাচে এটি তার (পূজারার) সেরা পারফরমেন্স। দু’দলের মধ্যে আসল পার্থক্য গড়ে দিয়েছে পূজারা।’
স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের অনুপুস্থিতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত সিরিজ জিতেছে-এমন দাবি প্রত্যাখ্যান করেন কিংবদন্তী সুনিল গাভাস্কার।
ম্যাচ পরবর্তী এক অনুষ্ঠানে ভারতীয় দলের সাবেক অধিনায়ক গাভাস্কার বলেন, ‘প্রতিপক্ষ যে দল নিয়ে মাঠে নেমেছে ভারত তাদের বিরুদ্ধেই খেলেছে। এটা ভারতীয় দলের অনেক বড় একটি অর্জন।’
সাবেক দুই তারকা ভিভিএস লক্ষন এবং বীরেন্দার শেবাগও এমন জয়ের প্রশংসা করে বর্তমান দলের প্রত্যেক সদস্যকে কৃতিত্ব দিয়েছেন।
লক্ষন বলেন, ‘এমন জয় অনেক সন্তুষ্টি এবং আনন্দ দিয়েছে।’
দলের অর্জনে ‘গর্বিত’ বোধ করছেন শেবাগ।
অস্ট্রেলিয়ার সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রা বলেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মত টেস্ট সিরিজ জয়ে ভারতকে অভিনন্দন। সব বিভাগেই তারা ভালো খেলেছে। সিরিজ জয় তাদেরই প্রাপ্য।’
আইসিসি ভারতকে অভিনন্দন জানিয়ে এক টুইট বার্তায় লিখেছে, ‘অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মত টেস্ট সিরিজ জয়ের আনন্দে মেতে উঠেছে ভারত।’
বাসস/এএসজি/এএমটি/১৮৩৮/স্বব