বাজিস-৮ : নওগাঁয় ৪৩ হাজার কম্বল বিতরণ করা হয়েছে

112

বাজিস-৮
নওগাঁ-বিতরণ
নওগাঁয় ৪৩ হাজার কম্বল বিতরণ করা হয়েছে
নওগাঁ ৭ জানুয়ারি, ২০১৯ (বাসস): চলতি শীত মওসুমে নওগাঁ জেলায় ৪৩ হাজার শীতার্ত পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। দু’টি পর্যায়ে নওগাঁ জেলার ১১টি উপজেলা এবং ৩টি পৌরসভার বাসিন্দাদের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান জানিয়েছেন ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর থেকে বরাদ্দ পাওয়া এসব কম্বল উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে বিতরণ সম্পন্ন হয়েছে।
উপজেলাভিত্তিক কম্বল বিতরণের পরিমাণ হচ্ছে আত্রাই উপজেলায় ৩ হাজার ৮৭টি, বদলগাছি উপজেলায় ৩ হাজার ১শ ১৬টি, ধামইরহাট উপজেলায় ৩ হাজার ৬৯টি, মান্দা উপজেলায় ৫ হাজার ৪শ ৩৫টি, মহাদেবপুর উপজেলায় ৩ হাজার ৯শ ৭২টি, নওগাঁ সদর উপজেলায় ৪ হাজার ৮শ ৮৬টি, নিয়ামতপুর উপজেলায় ৩ হাজার ২শ ৮টি, পতœীতল্ াউপজেলায় ৪ হাজার ১শ ৭১টি, পোরশা উপজেলায় ২ হাজার ২শ ৮৮টি, রানীনগর উপজেলায় ৩ হাজার ৬৯টি, সাপাহার উপজেলায় ২ হাজার ৩শ ৫৩টি, নওগাঁ পৌরসভায় ৬শ ৬৩টি, নজিপুর পৌরসভায় ৩শ ৬৫টি এবং ধামইরহাট পৌরসভায় ৩শ ৭৯টি কম্বল বিতরণ করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৭১৫/মরপা