বাসস দেশ-২৪ : আগামী ৮ জানুয়ারি থেকে পবিত্র জমাদিউল আউয়াল মাস গণনা শুরু

558

বাসস দেশ-২৪
জমাদিউল আউয়াল মাস-গণনা
আগামী ৮ জানুয়ারি থেকে পবিত্র জমাদিউল আউয়াল মাস গণনা শুরু
ঢাকা, ৬ জানুয়ারি, ২০১৯ (বাসস) : আগামী ৮ জানুয়ারি মঙ্গলবার থেকে পবিত্র জমাদিউল আউয়াল মাস গণনা শুরু হবে।
বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪০ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে আগামীকাল ৭ জানুয়ারি সোমবার পবিত্র রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে।
আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে সভাপতিত্ব করেন ধর্ম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আ.ক.ম. মোজাম্মেল হক।
সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আনিছুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ নুরুল ইসলাম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মু: আ: হামিদ জমাদ্দার, সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা (প্রোটকল) ফায়জুল হক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, ওয়াক্ফ প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম, ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল প্রফেসর মোঃ আলমগীর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমএআর/২০৪০/জেহক