বাসস ক্রীড়া-১৪ : লিভারপুলের মোকাবেলার জন্য প্রস্তুত আহত সিটি : কম্পানি

584

বাসস ক্রীড়া-১৪
ফুটবল-প্রিমিয়ার-ম্যানসিটি-লিভারপুল-কম্পানি
লিভারপুলের মোকাবেলার জন্য প্রস্তুত আহত সিটি : কম্পানি
ম্যানচেস্টার, ১ জানুয়ারি ২০১৯ (বাসস/এএফপি): সম্প্রতি চার ম্যাচের তিনটিতে হারের কারণে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির গৌরব ‘আহত’ বলে মনে করেন ক্লাবটির অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি। এমন হারের কারণে শীর্ষ পয়েন্টধারী লিভারপুলের সঙ্গে সাত পয়েন্টের ব্যবধান রচিত হয়েছে পেপ গার্দিওলার শিষ্যদের।
আগামী বৃহস্পতিবার জার্গেন ক্লাপের শিষ্যদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় নামবে সিটিজেনরা। এ ম্যাচে খেলোয়াড়দের উপর আস্থা রাখার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন সিটি অধিনায়ক। এক দশকের মধ্যে প্রথমবারের মত প্রিমিয়ার লীগের শিরোপা অক্ষুন্ন রাখার মিশনে নেমেছে তার দলটি।
সিটির ওয়েবসাইটকে কোম্পানি বলেন, ‘এই মুহূর্তে আমরা পয়েন্টের বিষয়টি মাথায় রাখছি না। আমরা জানি নিজেদের সেরাটা খেলতে পারলে আমরাই শ্রেষ্ঠত্বের আসনটি পাব। কয়েক সপ্তাহে আমাদের গৌরব আহত হয়েছে। যদিও খেলার মত সবকিছুই আমাদের আছে। এখন সেটি নির্ভর করছে নিজেদের ওপর।
সর্বশেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ৩-১ গোলে হারিয়ে পরাজয়ের ধারাবাহিকতা থেকে বেরিয়ে এসেছে সিটি। ওই জয়ে তারা ফিরে পেয়েছে টেবিলের দ্বিতীয় অবস্থানও। উল্লেখ্য, পেপ গার্দিওলার অধীনে লিভারপুলের বিপক্ষে সাতবারের মোকাবেলায় মাত্র একবার জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। গত মৌসুমে লিভারপুলের কাছে হেরেই চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনাল থেকে সিটিজেনদের বিদায়ের ঘটনাটি সতীর্থদের স্মরণ করিয়ে দিয়েছেন কম্পানি। বেলজিয়ান এই তারকা বলেন, ‘এই ম্যাচটি হবে আমাদের বাঁচা-মরার লড়াইয়ের একটি। বৃহস্পতিবার সব ধরনের প্রচেষ্টা মাথায় নিয়ে মাঠে আসতে হবে।’
বাসস/এএফপি/এমএইচসি/১৯৪৫/মোজা/স্বব