বাসস দেশ-২৭ : কোন অবস্থাতেই নির্বাচন বর্জন করবে না ঐক্যফ্রন্ট : ড. কামাল হোসেন

587

বাসস দেশ-২৭
ঐক্যফ্রন্ট- ড. কামাল হোসেন-সংবাদ সম্মেলন
কোন অবস্থাতেই নির্বাচন বর্জন করবে না ঐক্যফ্রন্ট : ড. কামাল হোসেন
ঢাকা, ২৯ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন আজ বলেছেন, তারা কোন অবস্থাতেই নির্বাচন থেকে সরে যাবে না।
আজ শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ঐক্যফ্রন্ট নির্বাচনে থাকবে, কোন অবস্থাতেই আমরা নির্বাচন বর্জন করব না।’
গণফেরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, দেশবাসীকে সকালে ভোট কেন্দ্রগুলোতে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান।
তিনি যথাসময়ে ভোট কেন্দ্রগুলোতে যাওয়ার জন্যও তরুনদের প্রতি আহবান জানান।
ড. কামাল হোসেন নির্বাচন কমিশন, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার এবং সরকারি কর্মকর্তা-কর্মচারিদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণফোরামের নির্বাহী সভাপতি এ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, ডা. জাফরউল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/কেএকে/অনু-এমকে/২১৪৫/এইচএন