বাসস ক্রীড়া-১২ : ইনজুরি থেকে কোর্টে ফিরে খুশী নাদাল

316

বাসস ক্রীড়া-১২
টেনিস-নাদাল
ইনজুরি থেকে কোর্টে ফিরে খুশী নাদাল
আবু ধাবি, ২৯ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : পায়ের গোড়লির ইনজুরি থেকে কোর্টে ফিরেছেন বিশ্বের নাম্বার ওয়ান স্পেনের রাফায়েল নাদাল। ফিরেই হারের স্বাদ পেলেন তিনি। গতকাল আবু ধাবিতে মুবাদালা ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়নশীপে বিশ্বের ছয় নম্বর খেলোয়াড় দক্ষিণ আফ্রিকার কেভিন এন্ডারসনের কাছে হেরে যান নাদাল। হারলেও নিজের ম্যাচের পারফরমেন্স নিয়ে খুশী নাদাল।
এন্ডারসনের সাথে ৬-৪, ৩-৬ ও ৬-৪ গেমে হেরে যান নাদাল। তারপরও তৃতীয় স্থানের প্লে-অফ ম্যাচে খেলবেন না তিনি। নিজেকে আরও ফিট করতে চান নাদাল। তিনি বলেন, ‘কঠিন একটি ম্যাচ। তিন সেটের ম্যাচ। দীর্ঘ দিন পর খেলতে নেমে কিছুটা ব্যাথা অনুভব করেছি। তাই কাল আমি পরের ম্যাচে খেলবো।’
তিনি আরও বলেন, ‘আমার আরও কিছু দিন বিশ্রাম প্রয়োজন। মৌসুম মাত্র শুরু হয়েছে, এখান থেকে লক্ষ্য নির্ধারণ করবো।’
গেল নভেম্বরে গোড়ালির ইনজুরি করেন নাদাল। এরপর কোর্টে ফেরার জন্য দু’সপ্তাহ সময় পান তিনি। এ ব্যাপারে নাদাল বলেন, ‘দীর্ঘ সময় ধরে যখন আপনি মাঠের বাইরে থাকবেন এবং এক মাস আগে যেহেতু একটি অস্ত্রোপচার করেছি, তাই স্বাভাবিকভাবে কিছুটা ব্যাথা করবেই। সত্যি কথা হচ্ছে আমি যেভাবে টেনিস খেলছি এতে আমি সন্তুষ্ট।’
অস্ট্রেলিয়া ওপেনের প্রস্তুতি হিসেবে আগামী সপ্তাহে ব্রিজবেন ওপেনে নতুন বছরে প্রথম বড় কোন টুর্নামেন্ট খেলতে নামবেন নাদাল। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ান ওপেনের জন্য তৈরি হওয়াই আমার প্রধান লক্ষ্য। আমার মনে হয়, এমন কিছু হবার জন্য আমি সঠিক পথেই আছি। কিন্তু এটি ঠিক, অস্ত্রোপচারের পর আমি অনেক বড় ঝুঁিক নিতে পারবো না।’
বাসস/এএমটি/১৯০৫/স্বব