বাসস বিদেশ-১০ : কাশ্মিরে বন্দুক যুদ্ধে ৪ জঙ্গি নিহত

316

বাসস বিদেশ-১০
ভারত-কাশ্মির-বন্দুকযুদ্ধ
কাশ্মিরে বন্দুক যুদ্ধে ৪ জঙ্গি নিহত
শ্রীনগর (ভারত নিয়ন্ত্রিত কাশ্মির), ২৯ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : ভারত নিয়ন্ত্রিত গোলযোগপূর্ণ কাশ্মীরে বন্দুকযুদ্ধে শনিবার ভোর রাতে চার জঙ্গি নিহত হয়েছে। দেশটির পুলিশ এ কথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের ৪০ কিলোমিটার দক্ষিণে পুলওয়ামা জেলার হাজিন পাইন গ্রামে এ বন্দুকযুদ্ধ সংঘঠিত হয়।
পুলওয়ামায় দায়িত্বে নিযুক্ত এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, ‘আজ ভোর রাতে এক বন্দুক যুদ্ধ হয়। পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অভিযানে চার জঙ্গি নিহত হয়।
জঙ্গিদের উপস্থিতির তথ্য জানতে পেরে সরকারি নিরাপত্তাবাহিনী এলাকা ঘিঁরে ফেললে এ বন্দুকযুদ্ধের সূত্রপাত হয়।’ ভারতীয় সেনাবাহিনী বা পুলিশ এ ঘটনায় হতাহত বা ক্ষতিগ্রস্থ হয়নি।
এ সময় ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় পথচারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। তাতে কমপক্ষে ১০ ব্যক্তি আহত হয়েছে।
স্থানীয়রা জানায়, জঙ্গিরা যে বাড়ি থেকে পুলিশ চৌকি লক্ষ্য করে গুলি ছোঁড়ে তা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। শুক্রবার জেলার রেনজিপুরা গ্রামে একই ধরনের আরেক বন্দুক যুদ্ধে অপর এক জঙ্গি নিহত হয়।
এদিকে শুক্রবার কাশ্মীরের শীতকালীন রাজধানী জম্মু নগরীর এক বাস স্ট্যান্ডে এক বোমার বিষ্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় কোনো প্রকার হতাহতের কথা জানা যায়নি।
বাসস/ অনু- জেজেড/১৮৩৫/কেএমকে