বাসস বিদেশ-৮ : ভারতের উত্তর-পূর্বাঞ্চলে তুষারপাতে আটকে থাকা ২৫০০ লোককে উদ্ধার

343

বাসস বিদেশ-৮
ভারত-তুষারপাত
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে তুষারপাতে আটকে থাকা ২৫০০ লোককে উদ্ধার
নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ভারী তুষারপাতের কারণে রাস্তায় আটকে থাকা ২ হাজার ৫শ’ লোককে উদ্ধার করেছে সেনা সদস্যরা। শনিবার সরকারিভাবে একথা জানানো হয়। খবর সিনহুয়া’র।
প্রায় ৪শ’ যানবাহনে আটকেপড়া এইসব লোকদের বেশিরভাগই পর্যটক।
ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, তাদেরকে শুক্রবার রাতে খাবার, আশ্রয় ও চিকিৎসা সেবা দেয়া হয়। রিপোর্টে বলা হয়েছে, সেনাবাহিনী ওই রাস্তায় আটকে পড়া যানবাহন চলাচলের জন্য ভারী তুষার পরিস্কারকরণ মেশিনারি পাঠিয়েছে।
বাসস/এএএ/১৭৪৫/কেএমকে