বাসস ক্রীড়া-১১ : ম্যানচেস্টার সিটি অবশ্যই প্রিমিয়ার লীগের নিয়ন্ত্রণ পাবে : বার্নার্ডো সিলভা

552

বাসস ক্রীড়া-১১
ফুটবল-প্রিমিয়ার-ম্যানসিটি
ম্যানচেস্টার সিটি অবশ্যই প্রিমিয়ার লীগের নিয়ন্ত্রণ পাবে : বার্নার্ডো সিলভা
লন্ডন, ২৮ ডিসেম্বর ২০১৮ (বাসস) : ম্যানচেস্টার সিটি অবশ্যই পুনরায় প্রিমিয়ার লীগে প্রাধান্য ফিরে পাবে বলে মন্তব্য করেছেন ক্লাবটির তারকা ফুটবলার বার্নার্ডো সিলভা। যদিও শীর্ষ পয়েন্টধারী লিভারপুলের সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান রচনা করে টেবিলের তৃতীয় অবস্থানে নেমে গেছে পেপ গার্দিওলার শিষ্যরা।
লীগে নিজেদের সর্বশেষ চারটির মধ্যে তিনটিতেই পরাজিত হয়ে অবনমন ঘটেছে চ্যাম্পিয়নদের। বক্সিংডের সর্ব শেষ ম্যাচে তারা ২-১ গোলে হেরেছে লিস্টার সিটির কাছে।
সিলভা বলেন, ‘আমরা হয়তো এই মুহূর্তে লীগের নিয়ন্ত্রণ হারিয়েছি। গত ম্যাচে আর কোন গোল হবে না মনে করেই আমরা কিছুটা গা ছাড়া দিয়েছিলাম। তবে আমাদের মত দলের পরপর দুই ম্যাচে হার প্রত্যাশিত নয়। এটি স্বাভাবিক ঘটনা হতে পারে না। জানি সব কিছু আমাদের চাহিদা মাফিক হবে না। তবে আন্তরিকতা দিয়ে নিজেদের উন্নতি ঘটিয়ে লড়াইয়ে ফিরতে হবে।’
উল্লেখ্য, আগামী রোববার সাউদাম্পটনের মোকাবেলার সময় ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে সিলভা এবং তার ক্লাব ম্যানচেস্টার সিটির।
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/১৯১০/স্বব