বাসস দেশ-১৪ : ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

275

বাসস দেশ-১৪
নির্বাচন-ইশতেহার
ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ
ঢাকা, ২১ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইশতেহারে ৩০টি দফা এবং ১৬ টি অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচি ঘোষণা করা হয়।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্চে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত ইশতেহারে এ কথা বলা হয়। ইশতেহার ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
ইশতেহারে ক্ষমতায় গেলে বাংলাদেশকে ১৫ বছরের মধ্যে উন্নত ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গঠনের প্রতিশ্রুতি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য ডা. মোখতার হোসেন, মহাসচিব অধ্যক্ষ্য ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম-মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী মহসচিব আমীনুল ইসলাম, মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম প্রমুখ।
বাসস/সবি/বিকেডি/১৮৩৬/কেজিএ