বাসস প্রধানমন্ত্রী-৫ (দ্বিতীয় ও শেষ কিস্তি) : ৩০ ডিসেম্বর নির্বাচনের প্রাক্কালে ২০১৪ সালের মতো পরিস্থিতি সম্পর্কে সতর্ক করলেন প্রধানমন্ত্রী

668

বাসস প্রধানমন্ত্রী-৫ (দ্বিতীয় ও শেষ কিস্তি)
হাসিনা-পুলিশ-সংহতি
৩০ ডিসেম্বর নির্বাচনের প্রাক্কালে ২০১৪ সালের মতো পরিস্থিতি সম্পর্কে সতর্ক করলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের জনগণ যেহেতু উন্নয়নের ধারা বজায় রাখতে চায়, তাই তারা আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেবে।
৮৮ জন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মধ্যে ১৫ জন অবসরপ্রাপ্ত আইজিপি, ১৯ জন অতিরিক্ত আইজিপি, ২৪ জন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (আইজি), ৩ জন অতিরিক্ত ডিআইজি, ১১ জন এআইজি/এসপি ও ১৫ জন অতিরিক্ত এসপি।
সাবেক আইজিপিগণ হচ্ছেন- এটি আহমেদুল হক চৌধুরী, কুতুবুর রহমান, মো. শমশের আলম, একেএম এনায়েত উল্লাহ দেওয়ান, মো. আবদুর রউফ, মো. আওলাদ হোসেন মিয়া, কাজী বজলুর রহমান, আবুল কাশেম হাওলাদার, মো. আব্দুল হান্নান, মো. রুহুল আমীন, মো. সানাউল হক, মো. নূরুল আনোয়ার ও একেএম শহীদুল হক।
সাবেক অতিরিক্ত আইজিপিগণ হচ্ছেন- মো. সরোয়ার হোসেন, মো. আব্দুস ছাত্তার, মো. আব্দুর রহিম খান, মো. নূরুল আলম, মো. আলী ইমাম চৌধুরী, মো. ফজলুল হক, মো. আব্দুর রহিম, খন্দকার মোজাম্মেল হক, গোলাম মোস্তফা, মো. লুৎফর রহমান, মো. মতিউর রহমান, মো. আব্দুল মান্নান, মো. আব্দুল মাবুব, আমুলিয়া ভূষণ বড়–য়া, মো. নাজমুল হক, ফাতেমা বেগম, বিনয় কৃষ্ণ বালা, নওশের আলী ও মো. আবু হানিফ।
সাবেক ডিআইজিগণ হচ্ছেন- দেওয়ান হাবিবুল্লাহ, মো. শফিক উল্লাহ, খন্দকার সাহেব আলী, কাজী নজরুল ইসলাম, মো. মুখলেসুর রহমান, শাহ আলম সিকদার, পিআর বড়–য়া, মো. তোফাজ্জল হোসেন, মো. ওয়ালিউর রহমান, নিবারন কুমার চন্দ, মোস্তফা জামাল উদ্দিন আল আজাদ, কাজী আনোয়ার হোসেন, মো. আলতাফ হোসেন মোল্লা, চৌধুরী এহসানুল কবির, মো. সাজ্জাদ হোসেন, মোস্তাক হোসেন খান, শফিকুর রহমান, মকবুল হোসেন ভূঁইয়া, মো. ওবায়দুল্লাহ, ড. মো. আব্দুর রহিম, এসএম মোজাম্মেল হক নূরুজ্জামান ও মনিরুজ্জামান।
সাবেক অতিরিক্ত ডিআইজিগণ হচ্ছেন- গোলাম কিবরিয়া ভূঁইয়া, সৈয়দ মনিরুল ইসলাম, সত্য রঞ্জন বাড়ৈ।
সাবেক এআইজি ও এসপিগণ হচ্ছেন- সৈয়দ বজলুল করিম, চৌধুরী এএজি কবির, মো. মালিক খসরু, মো. রহমত জাহান সিকদার, রফিকুল ইসলাম, ইমামুল হোসেন ফিরোজ, খান আকরামুজ্জামান, আবদুল খালেক, মিয়া লুৎফর রহমান চৌধুরী, ফারুক আহমেদ ও মতিউর রহমান।
সাবেক অতিরিক্ত এসপিগণ হচ্ছেন- বোরহান উদ্দিন চৌধুরী, আব্দুল জলিল শেখ, মো. নিয়ামত আলী, খন্দকার আব্দুর রাজ্জাক, একেএম আমিনুল হক, নূর আহমেদ, খোরশেদ আলী, গিয়াস উদ্দিন, গোলাম মোস্তফা, মীর নওশের আলী, মো. সিরাজুল ইসলাম, আওরঙ্গজেব খান লেনিন ও নূর মোহাম্মদ।
অন্য পুলিশ কর্মকর্তাগণ হচ্ছেন- মাহবুব উদ্দিন আহমেদ, বীর বিক্রম (পিএসপি), মো. মমিনুল্লাহ পাটোয়ারী (সাবেক সচিব), মো. আব্দুল হান্নান খান ও (আইজিপির মর্যাদায় সমন্বয়ক) আওয়ামী লীগে যোগদান করেন।
বাসস/একেএইচ/জেহক/২২১৬/বেউ/-কেএমকে