বাসস দেশ-২১ : ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারে জঙ্গি-সন্ত্রাসী ও গ্রেনেড হামলাকারীদের বাঁচানোর প্রস্তাব দেয়া হয়েছে : তথ্যমন্ত্রী

528

বাসস দেশ-২১
কুষ্টিয়া-ইনু
ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারে জঙ্গি-সন্ত্রাসী ও গ্রেনেড হামলাকারীদের বাঁচানোর প্রস্তাব দেয়া হয়েছে : তথ্যমন্ত্রী
কুষ্টিয়া, ১৭ ডিসেম্বর, ২০১৮(বাসস) : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার ঘোষণার মধ্যদিয়ে এ দেশে জঙ্গি-সন্ত্রাসী ও গ্রেনেড হামলাকারী খুনিদের বাঁচানোর প্রস্তাব দেয়া হয়েছে।
তিনি বলেন, ‘খুনীদের সাথে হাত মিলিয়ে যারা ঐক্যফ্রন্ট করে তারা বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে না।’
তথ্যমন্ত্রী আজ সোমবার বিকেলে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া এলাকায় জাসদ’র নির্বাচনী জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘ঐক্য ফ্রন্টের নির্বাচনী ইশতেহার ঘোষণা মেনে শয়তানের কাছ থেকে পোলাও কোরমা খাওয়ার দরকার নেই। জঙ্গী সন্ত্রাস সম্পর্কে ইশতেহারে নীরবতা এবং সাইবার অপরাধীদের রেহাই দেয়ার জন্যই সাইবার অপরাধ আইনটাই বাতিল চেয়েছে।’
তিনি বলেন, ডিজিটাল এই যুগে সমাজে যারা গুজব ছড়াচ্ছে, সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, নারীর সম্মান কেড়ে নিচ্ছে, মিথ্যাচার করছে সে সব ভয়ংকর সাইবার অপরাধীদের বিরুদ্ধে ঐক্যফ্রন্টের ইশতেহারে নীরবতা পালন করা হয়েছে।
তিনি বলেন, ‘তারা সাইবার অপরাধীদের দমন করতে চায় না। সাইবার অপরাধ যাতে চলতে থাকে সেজন্য আইনটাই বাতিলের কথা বলেছে এটা দুঃখজনক।’
কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতা কর্মিরা এসময় উপস্থিত ছিলেন।
পরে তথ্যমন্ত্রী ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ কুচিয়ামোড়াসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী সভা ও গণসংযোগ করেন।
বাসস/সংবাদদাতা/এমএমবি/২৩১০/-এমকে