বাসস দেশ-২৮ : স্বাধীনতা ও বাঙালিত্বের চেতনাকে এগিয়ে নিতে বেতারের ভূমিকা অব্যাহত থাকবে : তথ্য সচিব

554

বাসস দেশ-২৮
তথ্য সচিব-বেতার
স্বাধীনতা ও বাঙালিত্বের চেতনাকে এগিয়ে নিতে বেতারের ভূমিকা অব্যাহত থাকবে : তথ্য সচিব
ঢাকা, ১৬ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : তথ্য সচিব আবদুল মালেক বলেছেন, বাঙালিত্ব ও মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বেতারের ভূমিকা অব্যাহত থাকবে।
তিনি আজ বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের ৮০তম প্রতিষ্ঠাদিবস উপলক্ষে আয়োজিত ‘মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বেতার’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীলের সভাপতিত্বে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী ও আশফাকুর রহমান খান বিশেষ অতিথির বক্তৃতা করেন।
মহান বিজয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে তথ্যসচিব বলেন, বাঙালি জাতির স্রষ্টা, বাংলাদেশের রাষ্ট্রপিতা চরম আত্মত্যাগের মাধ্যমে আমাদের হাতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়ে গেছেন। বাঙালি সংস্কৃতি ও স্বাধীনতার চেতনা চর্চার মাধ্যমে এদেশকে সুখী-সমৃদ্ধ, শোষণমুক্ত ও স্বচ্ছ রাখার দায়িত্ব আমাদেরই।
বাংলাদেশ বেতার মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ এ কথা উল্লেখ করে তথ্যসচিব বলেন, দেশ গড়ার এ কাজে রাষ্ট্রীয় গণমাধ্যম হিসেবে বেতার অগ্রণী ভূমিকা পালন অব্যাহত রাখবে।
অনুষ্ঠান শেষে বেতার শিল্পীরা সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেন।
বাসস/তবি/এফএইচ/২২১০/এইচএন