প্রতিহিংসার রাজনীতি নয় মানুষের কল্যাণের রাজনীতির ওপর গুরুত্ব আরোপ সংস্কৃতিমন্ত্রীর

559

নীলফামারী, ১৫ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : প্রতিহিংসার রাজনীতি নয়, মানুষের কল্যাণের রাজনীতির ওপর গুরুত্ব আরোপ করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
তিনি বলেন, ‘রাজনীতি মানুষের কল্যাণের জন্য। যেখানে রাজনীতির নামে মানুষ হত্যা করা হবে, প্রতিহিংসা করা হবে, এ ধরনের পুলিশ-মানুষ মারার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না।’
তিনি আজ শনিবার নীলফামারীতে জেলা জাতীয় পার্টির উদ্যোগে পার্টি কার্যালয়ের সামনে এক মতবিনিময় সভায় একথা বলেন।
সভায় জেলা জাতীয় পার্টির সহসভাপতি ওমেদ আলী সভাপতিত্ব করেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হওয়া এই দেশ। এই দেশটাকে আমরা ওইভাবে এগিয়ে নিতে চাই, যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘আমি প্রতিটা গরিব মানুষের মুখে হাসি ফুটাতে চাই। আর ওই হাসি ফোটানোর কাজটাই আমরা করছি।’
সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাজ্জাদ পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদা জ্যেতি, হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বজলার রহমান, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা সরমিন প্রমুখ বক্তৃতা করেন।