কেরানীগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন

284

ঢাকা, ২৫ মে ২০১৮ (বাসস) : কেরানীগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। সোনালী ধান ঘরে তুলতে ব্যস্ত এখন কৃষকরা।
কেরানীগঞ্জ উজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার কালিন্দী, তেঘরিয়া, কোন্ডা, বাস্তা, রোহিতপুর, শাক্তা, তারানগর ও হযরতপুর ইউনিয়নের বিভিন্ন পল্লীতে এ বছরের চলতি বোরো মৌসুমে প্রায় ৩ হাজার ৪২৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের বোরো ধানের চাষ করা হয়েছে। বোরো ধানের বাম্পার ফলন মুগ্ধ করেছে কৃষক-কিষাণীর মন।
বাস্তা ইউনিয়নের দড়িগাও এলাকার কৃষক ইমান আলী জানান, এ বছর ভালো বীজ-কীট নাশক ,সার ও জমিতে পানি সংগ্রহ করতে তাদের কোন অসুবিধায় পড়তে হয়নি। এ ছাড়া চলতি মৌসুমে বড় ধরনের কোন প্রাকৃতিক দুর্যোগও ছিলো নাÑ তাই এ বছর তাদের বাম্পার ফলন হয়েছে।
উপজেলা কৃষিকর্মকর্তা মো. ফখরুল আলম জানান, এ বছর জমিতে ডাল পুঁতে পাখি বসার ব্যবস্থা করা হয়েছে। এ ব্যবস্থার ফলে কৃষককে কীটনাশক ব্যবহার করা থেকে বিরত রাখা হয়েছে। কারণ, জমিতে পুঁতে রাখা ওইসব ডাল-পালায় পাখি বসে পোকা মাকড় ও কীট পতঙ্গ খেয়ে ফেলছে। সার, বীজ, কীটনাশক, সেচের সহজলভ্যতা এবং সর্বোপরি প্রাকৃতিক অবস্থা ভালো থাকায় এ বছর বোরোর বাম্পার ফলন হয়েছে।