বাসস দেশ-২৬ : বিএনপি’র গুলশান কার্যালয়ে মনোনয়ন বঞ্চিতদের হামলা ভাংচুর

580

বাসস দেশ-২৬
মনোনয়ন বঞ্চিত-হামলা
বিএনপি’র গুলশান কার্যালয়ে মনোনয়ন বঞ্চিতদের হামলা ভাংচুর
ঢাকা, ৮ ডিসেম্বর ২০১৮ (বাসস) : রাজধানীর গুলশানে বিএনপি’র চেয়ারপারসনের কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করেছে দলটির মনোনয়ন বঞ্চিত কয়েকজন নেতার কর্মি-সমর্থকরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চাঁদপুরের বিএনপি নেতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, নারায়ণগঞ্জ বিএনপি নেতা এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও গোপালগঞ্জের বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিমের সমর্থকরা শনিবার সন্ধ্যায়এই হামলা চালায়।
ডিএমপি’র গুলশান বিভাগের সহকারি কমিশনার (এসি) মো. রফিকুল ইসলাম বাসসকে জানান, ‘আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বিএনপি’র নেতাকর্মীরা তাদের চেয়াপারসনের গুলশানের কার্যালয় ঘেরাও করে এবং কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং বিক্ষোভ করেছে।’
এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ফেলার চেষ্টা করে। বিক্ষোভকারিদের ছোঁড়া ইটের আঘাতে কার্যালয়ের বেশকয়েকটি জানালার কাঁচ ভেঙে গেছে।
বাসস/এমএমবি/এফএইচ/২১৪০/অমি