সাংবাদিকদের সাথে নসরুল হামিদ বিপু’র মতবিনিময় সভা

368

ঢাকা, ৮ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
আজ শনিবার বিকেলে নসরুল হামিদ বিপুর কেরাণীগঞ্জস্থ বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী কেরাণীগঞ্জকে নিয়ে তার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
নসরুল হামিদ বিপু বলেন,এ সরকারের আমলে কেরাণীগঞ্জের বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। এখন শিক্ষা ও স্বাস্থ্যসুরক্ষার জন্য কাজ করে যেতে চাই। এ জন্য ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কেরাণীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে। এখন শুধু ভালো মানের স্কুল প্রতিষ্ঠার অপেক্ষা। এছাড়া ঝিলমিল আবাসিক এলাকায় ৫শ শয্যার হাসপাতাল, কমিউনিটি ক্লিনিকগুলোর মানোন্নয়ন, বিদ্যুতের লাইন আন্ডার গ্রাউন্ড,শুভাঢ্যা খাল উদ্ধার ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনসহ আরো বেশ কিছু উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুল গনি, যুগ্ম আহবায়ক আবু জাফর,হাজী মো.মোস্তফা কামাল, প্রবীণ সাংবাদিক মো.শফিক চৌধুরী, সাইফুল ইসলাম প্রমুখ।