বাসস ক্রীড়া-১৬ : ইসলামী ব্যাংক ইস্ট জোনের দরকার ২৫৫ রান; ওয়ালটন সেন্ট্রাল জোনের ৮ উইকেট

530

বাসস ক্রীড়া-১৬
ক্রিকেট-বিসিএল
ইসলামী ব্যাংক ইস্ট জোনের দরকার ২৫৫ রান; ওয়ালটন সেন্ট্রাল জোনের ৮ উইকেট
বগুড়া, ৭ ডিসেম্বর ২০১৮ (বাসস) : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সপ্তম আসরের তৃতীয় রাউন্ডের ম্যাচ জিততে শেষ দিনে ইসলামী ব্যাংক ইস্ট জোনের দরকার ২৫৫ রান। অপরদিকে ওয়ালটন সেন্ট্রাল জোন দরকার প্রতিপক্ষের ৮ উইকেট।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে ৮ উইকেট হাতে নিয়ে ৭১ রানে এগিয়েছিলো ওয়ালটন সেন্ট্রাল জোন। ৬৮ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিসে ২ উইকেটে ১৩৯ রান করেছিলো ওয়ালটন সেন্ট্রাল জোন।
তৃতীয় দিন ৩৯৩ রানে অলআউট হয় ওয়ালটন সেন্ট্রাল জোন। দলের পক্ষে পাঁচজন ব্যাটসম্যান হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। মার্শাল আইয়ুব ৭০, আব্দুল মাজিদ ৬৭, তাইবুর রহমান ৫৯, পিনাক ঘোষ ৫৩ ও শহীদুল ইসলাম ৫০ রান করেন। ইসলামী ব্যাংক ইস্ট জোনের মোহাম্মদ আশরাফুল ৩৪ রানে ৪ উইকেট নেন।
ম্যাচ জয়ের জন্য ৩২৬ রানের টার্গেট পায় ইসলামী ব্যাংক ইস্ট জোন। সেই লক্ষ্যে দিন শেষে ২ উইকেটে ৭১ রান করেছে তারা। রনি তালুকদার ১২ ও শামসুর রহমান ১১ রান করে ফিরেন। মাহমুদুল হাসান ২৩ ও আশরাফুল ২৪ রানে অপরাজিত আছেন।
বাসস/এএসজি/এএমটি/২০২০/স্বব