বাসস ক্রীড়া-৭ : ভারতকে দিবা-রাত্রির টেস্ট খেলতে আহবান ক্রিকেট অস্ট্রেলিয়ার

341

বাসস ক্রীড়া-৭
টেস্ট-দিবা-রাত্রি
ভারতকে দিবা-রাত্রির টেস্ট খেলতে আহবান ক্রিকেট অস্ট্রেলিয়ার
এডিলেড, ৭ ডিসেম্বর, ২০১৮ (বাসস/এএফপি) : দিবা-রাত্রির টেস্ট খেলতে ভারতের প্রতি আহবান জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এডিলেডে চলছে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এডিলেডকেই দিবা-রাত্রি ম্যাচের স্থায়ী ভেন্যু করতে চায় সিএ এবং আশা করছে পরবর্তী সফরে ভারতীয় দল এখানে গোলাপি বলের ম্যাচ খেলতে সম্মত হবে।
অনেক দেশ খেললেও টেস্ট র‌্যাংিকিংয়ের শীর্ষ দল ভারত এখনো দিবা-রাত্রির টেস্ট খেলতে রাজি হয়নি। চলমান প্রথম টেস্টের প্রথম দিন দর্শক খড়া থাকায় অস্ট্রেলিয়া ক্রিকেট প্রধান কেভিন রবার্টস আজ ভারতকে দিবা-রাত্রির টেস্ট খেলতে সম্মত হওয়ার আহবান জানান।
দিবা-রাত্রির টেস্টে গত তিন বছরে এডিলেডে ম্যাচের প্রথম দিন দর্শক সংখ্যা ছিল যথাক্রমে ৪৭, ৩২ এবং ৫৫ হাজার।
চলতি টেস্টে গতকাল প্রথম দিনে মাঠে দর্শক সংখ্যা ছিল ২৪ হাজার। দর্শক সংখ্যা কম হওয়ার জন্য রবার্টস দিবা-রাত্রির ম্যাচ না হওয়াকেই দায়ী করেছেন।
২০২০-২১ মৌসুমে ভারতীয় দলের পরবর্তী সফরে তাদেরকে দিবা-রাত্রির টেস্ট খেলতে রাজি করাতে পারবেন বলে আশা করছেন বরার্টস।
২০১৫ সাল থেকে দিবা-রাত্রির টেস্ট খেলে আসছে অস্ট্রেলিয়া। যার মধ্যে এডিলেডে তিনটি খেলে সবক’টিতেই জয় পায় স্বাগতিকরা। গত জানুয়ারীতে ব্রিজবেনে শ্রীলংকার বিপক্ষে দিবা-রাত্রির একটি টেস্ট খেলেছে অসিরা।
বাসস/এএফপি/স্বব/১৮০০/এএমটি