মনোনয়ন বাতিলের বিরুদ্ধে খালেদার আপিল

355

ঢাকা, ৫ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : তিনটি আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আজ নির্বাচন কমিশনে (ইসি) আপিল দায়ের করা হয়েছে।
আপিল আবেদনের শেষ দিনে তিন আইনজীবী তিন আসনে খালেদা জিয়ার পক্ষে আপিলের আবেদন জমা দেন।
ফেনী-১ আসনে তার আইনজীবী কায়সার কামাল, বগুড়া-৬ আসনে নওশাদ জমির ও বগুড়া-৭ আসনে মাসুদ আহমেদ তালুকদার এসব আবেদন জমা দেন।
গত ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ে দুই বছরের বেশি দন্ড থাকায় গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।
আগামীকাল থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত আপিলগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় এবং ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে।