বাসস ক্রীড়া-১৭ : বিএসপিএ’র সুবর্ণজয়ন্তী সম্মাননা

305

বাসস ক্রীড়া-১৭
বিএসপিএ- সম্মাননা
বিএসপিএ’র সুবর্ণজয়ন্তী সম্মাননা
ঢাকা, ৫ ডিসেম্বর. ২০১৮(বাসস) : ক্রীড়া লেখনির ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী সম্মাননা পেয়েছেন দেশের পাঁচ ক্রীড়া সংবাদিক ও লেখক। আজ বিকেল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ-বাংলা অডিটরিয়ামে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি (বিএসপিএ) সংবর্ধনা প্রদান করেÑ মুহাম্মদ কামরুজ্জামান, আবদুল তৌহিদ, ইকরামউজ্জমান, আজম মাহমুদ এবং এমএ হান্নান খানকে।
বিএেসপিএ সভাপতি মোস্তফা মামুনের সভাপতিত্বে এবং রেজওয়ানজ্জামান রাজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সম্মাননা প্রাপ্তদের ব্লেজার, ক্রেস্ট, কলম ও ফুলের তোড়া তুলে দেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ক্রীড়ালেখক কামাল লোহানী।
দেশে প্রথমবারের মত ক্রীড়া লেখালেখিতে অবিরাম ৫০ বছর পার করা লেখকদের স্মাননান প্রদান করা হয়।
বাসস/স্বব/১৯৩০/মোজা/এএমটি