বাসস ক্রীড়া-১৫ : ফরহাদের বিধ্বংসী বোলিং-এ লন্ডভন্ড ওয়ালটন সেন্ট্রাল জোনের ইনিংস

336

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-বিসিএল
ফরহাদের বিধ্বংসী বোলিং-এ লন্ডভন্ড ওয়ালটন সেন্ট্রাল জোনের ইনিংস
বগুড়া, ৫ ডিসেম্বর ২০১৮ (বাসস) : ইসলামী ব্যাংক ইস্ট জোনের ডান-হাতি মিডিয়াম পেসার ফরহাদ রেজার বিধ্বংসী বোলিং-এ বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সপ্তম আসরের তৃতীয় রাউন্ডের ম্যাচের প্রথম দিনই ১১৮ রানে অলআউট হয়ে গেছে ওয়ালটন সেন্ট্রাল জোন। জবাবে নিজেদের ইনিংস শুরু করে প্রথম দিন শেষে ১ উইকেটে ৩৭ রান করেছে ইসলামী ব্যাংক ইস্ট জোন। ৯ উইকেট হাতে নিয়ে ৮১ রানে পিছিয়ে ইসলামী ব্যাংক ইস্ট জোন।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় ইসলামী ব্যাংক ইস্ট জোন। ব্যাট হাতে ৩৮ রানের সূচনা পায় ওয়ালটন সেন্ট্রাল জোন। কিন্তু এরপরই প্রতিপক্ষ বোলারদের তোপে পড়ে ওয়ালটন সেন্ট্রাল জোনের ব্যাটসম্যানরা।
বিশেষভাবে ওয়ালটন সেন্ট্রাল জোনকে বেকাদায় ফেলেছেন ফরহাদ। একাই নিয়েছেন ৬ উইকেট। এজন্য ৩২ রান খরচ করেছেন তিনি। প্রথম শ্রেনির ক্রিকেটে এটিই ফরহাদের ক্যারিয়ার সেরা বোলিং। ওয়ালটন সেন্ট্রাল জোনের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন শরিফুল্লাহ। এছাড়া পিনাক ঘোষ ২১ ও জাকের আলী অপরাজিত ২০ রান করেন।
ওয়ালটন সেন্ট্রাল জোনের ইনিংস শেষে দিনের শেষ ভাগে ১৪ ওভার ব্যাট করে ইসলামী ব্যাংক ইস্ট জোন। ওপেনার রনি তালুকদারকে ব্যক্তিগত ১৮ রানে হারায় তারা। শামসুর রহমান ও মাহমুদুল হাসান ৯ রান নিয়ে অপরাজিত আছেন।
বাসস/এএসজি/এএমটি/১৮৫৫/মোজা/স্বব