ভিকারুননিসার প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

613

ঢাকা, ৪ ডিসেম্বর ২০১৮ (বাসস) : ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় ওই স্কুলের মূল প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক জিন্নাত আরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে স্কুল পরিচালনা কমিটির সভাপতি গোলাম আশরাফ তালুকদার বাসসকে বলেন,
জিন্নাত আরার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না, তার কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তাকে সাত দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এ সময় তিনি কর্মবিরতিতে থাকবেন বলেও জানান তিনি।
পরিচালনা কমিটির সভাপতি বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ (অ্যাক্টিং প্রিন্সিপাল) নাজনীন ফেরদৌসের কাছে এই ঘটনার বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। আর জিন্নাত আরার বিরুদ্ধে খারাপ ব্যবহারের অভিযোগ তারা পেয়েছেন। এ জন্যই পরিচালনা কমিটি তাকে শো-কজ করেছে।
শিক্ষকের কাছে বাবার অপমান সইতে না পেরে অরিত্রি অধিকারী আত্মহত্যা করে বলে পরিবার থেকে অভিযোগ করা হয়।
এদিকে ওই শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় দু’টি তদন্ত কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ কর্তৃপক্ষ। দুই কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।