গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়নে জোর দিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

697

ঢাকা, ২৩ মে, ২০১৮ (বাসস) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের অর্থনীতিকে বেগবান করতে গ্রামীণ যোগাযোগ অবকাঠামো উন্নয়নকে প্রাধান্য দিয়ে সরকার কাজ করছে।
মন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।
মন্ত্রী বলেন, এলজিইডির প্রতিষ্ঠাকালীন প্রধান প্রকৌশলী হিসেবে এ প্রতিষ্ঠানটির সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে। এলজিইডি প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য ছিল গ্রামীণ অঞ্চলে সড়ক যোগাযোগ নেটওয়ার্ক তৈরি। আমরা দেশের কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনে গ্রামীণ সড়ক যোগাযোগ নেটওয়ার্ক উন্নয়নকে প্রাধান্য দিয়ে কাজ করছি।
প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা পবিত্র রমজানে সকলের সুস্থতা কামনা করেন।
পরে দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।