বাসস দেশ-৩২ : পোশাক শিল্পের গুণগত মানোন্নয়নে নেদারল্যান্ডস-এর সহযোগিতা

575

বাসস দেশ-৩২
নেদারল্যান্ডস-সহযোগিতা
পোশাক শিল্পের গুণগত মানোন্নয়নে নেদারল্যান্ডস-এর সহযোগিতা
ঢাকা, ২ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : দ্বিপাক্ষিক সহযোগিতামূলক প্রকল্পের আওতায় নেদারল্যান্ডস-এর পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সিবিআই নামক একটি সংস্থা বাংলাদেশের নির্বাচিত ১০টি পোশাক শিল্প কারখানাকে পাঁচ বৎসরব্যাপী প্রশিক্ষণ প্রদান করে আসছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সংস্থাটি কারখানাসমূহকে তাদের তৈরি পোশাকের গুণগত মান বৃদ্ধি থেকে শুরু করে পরিবেশবান্ধব উপায়ে শিল্পকে কিভাবে বিদেশি ক্রেতাদের কাছে তুলে ধরা যায় সে জন্য সব রকম প্রশিক্ষণ প্রদান করে থাকে।
গত ২৬ নভেম্বর নেদারল্যান্ডেস-এ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এক উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়। সিবিআই-এর প্রতিনিধি বাংলাদেশে তাদের এই প্রকল্পকে সফলতার এক অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
বাসস/তবি/এমএআর/২০৩১/-জেজেড