বাসস রাষ্ট্রপতি-১ : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন

314

বাসস রাষ্ট্রপতি-১
রাষ্ট্রপতি -অভিনন্দন-ক্রিকেট দল
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন
ঢাকা, ২ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ সফররত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে ‘হোয়াইট ওয়াশ’ করার জন্য জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।
রাষ্ট্রপতি এক অভিনন্দন বার্তায় জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুভেচ্ছা জানান।
তিনি বলেন, ‘আমাদের ক্রিকেট দলের স্পিরিট ও পারফর্মেন্স দেখে আমরা গর্বিত।’
আবদুল হামিদ আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দলের ‘বিজয় স্পৃহা’ আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে।
দ্বিতীয় ও শেষ ম্যাচে টাইগাররা ১৮৪ রানে ক্যারিবিয়দের ধরাশায়ী করে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ব্যবধানে জয়ের রেকর্ড করেছে।
প্রথম টেস্টে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ৬৪ রানে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে।
বাসস/এসআইআর/অনু-এমকে/১৮০০/-জেজেড