বাসস ক্রীড়া-১৬ : বিসিবি নর্থ জোনের দরকার ২৭৭ রান : ওয়ালটন সেন্ট্রাল জোনের ৯ উইকেট

377

বাসস ক্রীড়া-১৬
ক্রিকেট-বিসিএল
বিসিবি নর্থ জোনের দরকার ২৭৭ রান : ওয়ালটন সেন্ট্রাল জোনের ৯ উইকেট
বগুড়া, ৩০ নভেম্বর ২০১৮ (বাসস) : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সপ্তম আসরের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ জিততে শেষ দিনে বিসিবি নর্থ জোনের দরকার ২৭৭ রান, ওয়ালটন সেন্ট্রাল জোনের ৯ উইকেট। ম্যাচ জয়ের জন্য বিসিবি নর্থ জোনকে ২৮৪ রানের টার্গেট দেয় ওয়ালটন সেন্ট্রাল জোন। জবাবে তৃতীয় দিন শেষে ১ উইকেটে ৭ রান তুলে বিসিবি নর্থ জোন।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ৫০ রান তুলেছিলো ওয়ালটন সেন্ট্রাল জোন। ফলে ৭ উইকেট হাতে নিয়ে ১৫ রানে এগিয়ে ছিলো তারা।
তৃতীয় দিন মোসাদ্দেক হোসেনের দুর্দান্ত সেঞ্চুরি ও মোশাররফ হোসেনের হাফ-সেঞ্চুরিতে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩১৮ রানে অলআউট হয় ওয়ালটন সেন্ট্রাল জোন। ১১টি চারে ১৬০ বলে ১০৪ রান করেন মোসাদ্দেক। ৫৪ রান আসে মোশাররফ হোসেনের ব্যাট থেকে। বিসিবি নর্থ জোনের মোহর শেখ ৫টি ও এবাদত হোসেন ৪টি উইকেট নেন।
জয়ের জন্য ২৮৪ রানের টার্গেট খেলতে নেমে ওপেনার মিজানুর রহমানকে হারায় বিসিবি নর্থ জোন। ৭ রান করে ফিরেন তিনি।
বাসস/এএসজি/এএমটি/১৯১০/স্বব