বাসস ক্রীড়া-৮ : কাঁধের ইনজুরিতে আবুধাবি টেস্ট থেকে ছিটকে পড়লেন আব্বাস

561

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-আব্বাস
কাঁধের ইনজুরিতে আবুধাবি টেস্ট থেকে ছিটকে পড়লেন আব্বাস
আবু ধাবি, ২৯ নভেম্বর ২০১৮ (বাসস) : কাঁেধ ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না পাকিস্তানের ডান-হাতি পেসার মোহাম্মদ আব্বাস।
দুবাইয়ে দ্বিতীয় টেস্ট চলাকালীন কাঁধের ইনজুরিতে পড়েন আব্বাস। এ কারনে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তার।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে আব্বাসের না থাকাটা পাকিস্তানের জন্য বড় ধাক্কার। কারণ বল হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। চলতি বছর ৭ ম্যাচের ১৩ ইনিংসে ৩৮ উইকেট শিকার করেছেন আইসিসি টেস্ট র‌্যাংকিং-এ বোলারদের তালিকায় তৃতীয়স্থানে থাকা আব্বাস।
গেল বছরের এপ্রিলে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়ার পর থেকেই পাকিস্তানী পেস আক্রমণের অন্যতম ভরসার নাম আব্বাস।
বাসস/এএমটি/২০২১/স্বব