বাজিস-১০ : সাংবাদিকতায় একুশে পদক পাওয়ায় রণেশ মৈত্রকে সংবর্ধনা প্রদান

309

বাজিস-১০
রণেশ-মৈত্র-সংবর্ধনা
সাংবাদিকতায় একুশে পদক পাওয়ায় রণেশ মৈত্রকে সংবর্ধনা প্রদান
পাবনা, ২৫ নভেম্বর ২০১৮ (বাসস) : জেলার কৃতিসন্তান প্রবীণ সাংবাদিক পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক ভাষা সৈনিক রণেশ মৈত্রকে সাংবাদিকতায় ২০১৮ সালে একুশে পদক পাওয়ায় পাবনা প্রেসক্লাব ও পাবনায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়।
শনিবার দুপুরে পাবনা প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি শিবজিত নাগের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সাবেক সম্পাদক আব্দুল মতিন খান, প্রেসক্লাব সম্পাদক আখিনূর ইসলাম রেমন, সাবেক সহ সভাপতি মির্জা আজাদ, সাবেক সম্পাদক এবিএম ফজলুর রহমান, দৈনিক বিবৃতির সম্পাদক ইয়াসিন আলী মৃধা রতন, পাবনা রিপোটার্স ইউনিটির সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, ডেইলি স্টার প্রতিনিধি আহস্মদে হুমায়ন কবির তপু প্রমুখ।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২০১৮ সালে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রবীণ সাংবাদিক কলামিস্ট ভাষা সৈনিক রণেশ মৈত্রকে একুশে পদক প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানানো হয়। দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছিলেন তিনি। দেশে ফিরে নিজ জেলা শহরে অবস্থান করায় পাবনায় কর্মরত সাংবাদিকরা শনিবার এই সংবর্ধনা প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে ফুলের শুভেচ্ছা প্রদান করেন পাবনা প্রেসক্লাব, রিপোটার্স ইউনিটি, সংবাদপত্র পরিষদ, ইয়িং জার্নালিষ্ট ফোরামসহ স্থানিয় সাংবাদিকও সাংস্কৃতি কর্মীরা।
বাসস/সংবাদাদাতা/১৯৩২/মরপা