বাসস ক্রীড়া-৩ : টেস্ট ক্রিকেটে বল হাতে সাকিবের ডাবল-সেঞ্চুরি

211

বাসস ক্রীড়া-৩

ক্রিকেট-চট্টগ্রাম টেস্ট

টেস্ট ক্রিকেটে বল হাতে সাকিবের ডাবল-সেঞ্চুরি

চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০১৮ (বাসস) : প্রথম বাংলাদেশী হিসেবে টেস্ট ক্রিকেটে ২শ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন অধিনায়ক সাকিব আল হাসান। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান কাইরেন পাওয়েলকে শিকার করে বড় ফরম্যাটের ক্যারিয়ারে ২শতম উইকেট শিকার করেন সাকিব। নিজের ৫৪তম টেস্টে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের আগে এ মাইলফলকের চেয়ে ৪ উইকেট  দূরে ছিলেন সাকিব। প্রথম ইনিংসে ৩ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে পাওয়েলকে তুলে নিয়ে নিজের শিকার সংখ্যা ২শ স্পর্শ করেন সাকিব।

বাংলাদেশের পক্ষে ১০০উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছে সাবেক বাঁ-হাতি স্পিনার মোহাম্মদ রফিক।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী শীর্ষ পাঁচ বোলার :

খেলোয়াড়          ম্যাচ      ইনিংস   উইকেট

সাকিব আল হাসান           ৫৪*      ৯০        ২০১*

মোহাম্মদ রফিক  ৩৩       ৪৮       ১০০

তাইজুল ইসলাম   ২১        ৩৮      ৮৭

মাশরাফি বিন মর্তুজা        ৩৬       ৫১        ৭৮

শাহাদাত হোসেন  ৩৮      ৬০       ৭২

বাসস/এএমটি/১১৩০/স্বব