বাসস বিদেশ-৩ : হন্ডুরাসে প্রেসিডেন্টের ভাই গ্রেফতার

301

বাসস বিদেশ-৩
যুক্তরাষ্ট্র-অপরাধ-হন্ডুরাস-মাদক
হন্ডুরাসে প্রেসিডেন্টের ভাই গ্রেফতার
তেগুসিগাল্পা, ২৪ নভেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : হন্ডুরাসের প্রেসিডেন্ট জুয়ার অর্লান্দো হার্নান্দেজের ভাই জুয়ান অ্যান্টোনিও হার্নান্দেজকে শুক্রবার যুক্তরাষ্ট্রে গ্রেফতার করা হয়েছে। মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। খবর এএফপি’র।
হন্ডুরাস কর্তৃপক্ষের দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘কেউ আইনের উর্ধ্বে নয়’ গত মাসে দেয়া প্রেসিডেন্টের এমন ঘোষণার সাথে সঙ্গতিপূর্ণ মিয়ামির এই গ্রেফতার। আর মাদক পাচারের সাথে অ্যান্টোনিও হার্নান্দেজের জড়িত থাকার গুজব ছড়িয়ে পর তিনি এ ঘোষণা দেন।
নিউইয়র্কের একটি আদালতে ২০১৭ সালে এমনটা প্রমাণিত হয়েছে যে লস কচিরোসের মাদক ব্যবসায়ী চক্রের সাবেক প্রধান ডেভিস লিওনেল রিভারা মারাদিয়াগা মাদক পাচারকারীদের সহযোগিতা করার বিনিময়ে প্রেসিডেন্টের ভাইকে ঘুষ দিয়েছিলেন। আর তিনি এমন এক সময় এ ঘুষ নেন যখন তিনি একজন আইনপ্রনেতা ছিলেন।
বাসস/এমএজেড/১০৫৫/আরজি