সিরিজ শেষ স্টেইনের

1169

কেপ টাউন, ৮ জানুয়ারি ২০১৮ (বাসস/এএফপি) : ভারতের বিপক্ষে চলতি সিরিজে আর খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার ডান-হাতি পেসার ডেল স্টেইন। পায়ের পাতা ও গোঁড়ালি সমস্যায় সিরিজ থেকে ছিটকে পড়েন তিনি। স্টেইনকে চার থেকে ছয় সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।
কাঁধের ইনজুরি কাটিয়ে এক বছরেরও বেশি সময় পর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরেন স্টেইন। কেপ টাউনে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন চা-বিরতির আগে নিজের ১৮তম ওভারের চতুর্থ ডেলিভারির সময় অস্বস্তিবোধ করায় মাঠ ছাড়েন স্টেইন। মাঠের বাইরে গিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়ে দুঃসংবাদ শুনতে হয় তাকে। চার থেকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে হলো তাকে।
সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৭ দশমিক ৩ ওভার বোলিং করে ৫১ রানে ২টি উইকেট নিয়েছেন স্টেইন। ইনজুরিতে পড়া স্টেইন বলেন, ‘ইনজুরিতে পড়ে হতাশ আমি। আশা করছি, খুব শিগগিরই মাঠে ফিরবো।’
তিন ম্যাচ সিরিজের বাকি দুই টেস্টের জন্য স্টেইনের পরিবর্তিত খেলোয়াড় এখনও ঘোষণা করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। দলের সুযোগ পাবার সম্ভাবনা রয়েছে ডুয়েন অলিভার কিংবা ও লাঙ্গি এনগিদির।