নাটোরে ৭৪ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ

818

নাটোর, ১৯ মে, ২০১৮ (বাসস) : জেলার লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের পানঘাটা গ্রাম আজ শনিবার থেকে নতুন বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছে। ৮০ লাখ টাকা ব্যয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ১.৬৭ কিলোমিটার দীর্ঘ এই বৈদ্যুতিক লাইন নির্মাণ করে।
পানঘাটা মাঠে আয়োজিত বিদ্যুতায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম আজাদ বলেন, জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ শতভাগ বিদ্যুতায়নের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক কার্যক্রমে গতিশীলতা আসছে। আমরা এগিয়ে যাচ্ছি উন্নয়নশীল দেশ থেকে পর্যায়ক্রমে উন্নত দেশের কাতারে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ব্যবস্থাপনা পরিচালক নিতাই কুমার সরকার, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু ও সাধারণ সম্পাদক ইসাহাক আলী এবং কদিমচিলান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা।