বাংলাদেশ তিনবছরের জন্য ওপিসিডব্লিউ’র নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত

718

ঢাকা, ২০ নভেম্বর, ২০১৮ (বাসস) : বাংলাদেশ আগামী ২০১৯-২০২১ মেয়াদে তিন বছরের জন্য রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা -ওপিসিডব্লিউ -এর নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ১৯ নভেম্বর সংস্থাটির সদস্য রাষ্ট্রসমূহের ২৩তম অধিবেশনে সদস্য রাষ্ট্রসমূহের সর্বসম্মতিক্রমে বাংলাদেশ নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে। বাংলাদেশ সর্বসম্মতিক্রমে এ অধিবেশনের ভাইস-চেয়ারপার্সনও নির্বাচিত হয়েছে।
ওপিসিডব্লিউ -এর নির্বাহী পরিষদের ২০১৯-২০২১ মেয়াদের জন্য এশিয়া গ্রুপ থেকে বাংলাদেশসহ ৬টি দেশ সদস্য নির্বাচিত হয়েছে।