বাসস দেশ-২৫ : ২০৭০ সাল নাগাদ আবহাওয়ার আচরণ হবে পুরোই অনিশ্চিত : ড. আইনুন নিশাত

593

বাসস দেশ-২৫
জলবায়ু-সচেতনতা
২০৭০ সাল নাগাদ আবহাওয়ার আচরণ হবে পুরোই অনিশ্চিত : ড. আইনুন নিশাত
ঢাকা, ২০ নভেম্বর ২০১৮ (বাসস) : জলবায়ু বিশেষজ্ঞ ও এমিরেটাস অধ্যাপক ড. আইনুন নিশাত বলেছেন, জলবায়ুর দিকে নজর না দিলে ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপি শতকরা দেড় ভাগ পরিবর্তন পরিলক্ষিত হবে আর ২০৭০ সালের মধ্যে আবহাওয়ার আচরণ হবে পুরোই অনিশ্চিত।
তিনি বলেন, ‘প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত অর্থ মজুদের পাশাপাশি সচেতনতা বাড়াতে সকলের এখনই এগিয়ে আসা প্রয়োজন।’
আজ রাজধানীর আগারগাঁওয়ে ‘ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ’ (আইএবি) আয়োজিত ‘উপজেলা পর্যায়ে জলবায়ু পরিবর্তনে করণীয়, বাস্তবতা ও প্রতিবন্ধকতা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় বক্তারা বলেন, আইলা ও সিডরের মতো প্রাকৃতিক দূর্যোগ থেকে শিক্ষা নিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এখনই সচেতন উচিত।
সভায় জলবায়ু বিশেষজ্ঞ আবু সুমন বলেন, ‘দেশের ২০টি মন্ত্রণালয়ের শতকরা ৮ দশমিক ৮২ ভাগ বরাদ্দ থাকে জলবায়ু পরিবর্তনে। ভবিষ্যতে এই বরাদ্দ আরো বাড়ানো যেতে পারে।’
সভায় আরো বক্তব্য রাখেন ব্র্যাকের নগর উন্নয়ন কর্মসূচি’র প্রধান হাসিনা মুশরফা।
বাসস/সবি/এসই/২০২০/এমকে