বাসস ক্রীড়া-৮ : অস্ট্রেলিয়ায় কোন অপরাধির মুখোমুখি হচ্ছে না ভারত: শাস্ত্রি

293

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-ভারত-অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ায় কোন অপরাধির মুখোমুখি হচ্ছে না ভারত: শাস্ত্রি
ব্রিসবেন (অস্ট্রেলিয়া), ১৮ নভেম্বর ২০১৮ (বাসস/এএফপি): প্রথমবারের মত অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের জন্য ভারত ‘কোন অপরাধির মুখোমুখি হচ্ছে না ’ বলে মন্তব্য করেছেন দলটির কোচ রবি শাস্ত্রি। তবে ধুকতে থাকা স্বাগতিক দলের বিপক্ষে বেশ সতর্ক তিনি।
আগামী বুধবার ব্রিজবেনে শুরু হবে দুই দলের তিন ম্যাচের টি-২০ সিরিজ। এরপর ডিসেম্বরের শুরুতে চার টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিতে মাঠে নামবে ভারত।
গত মার্চে দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার পর থেকেই অস্ট্রেলিয়ার পারফর্মেন্স নি¤œমুখি রয়েছে। ওই ঘটনায় নিষিদ্ধ হন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট।। তবে এরপরও ভারতের সাবেক স্পিন গ্রেট মনে করেন না অসিরা তাদের জৌলুস হারিয়ে ফেলেছে। শাস্ত্রি বলেন, ‘আমি সেটি মনে করিনা। আমি বিশ্বাস করি ঘরের মাটিতে কোন দলই দূর্বল নয়।
দলটি যখন ভারত সফরে গিয়েছিল তখন হয়তো আমাদের দলের তিন চারজন খেলোয়াড় খেলেনি। তারপরও সৃষ্টি কর্তা না করুক, কেউ যদি মনে করে ভারত দূর্বল দল নিয়ে এসেছে, তাহলে তাদেরকে বিস্মিত হতে হবে।’
জস্টিন ল্যাঙ্গারের অধীনস্থ অস্ট্রেলিয়ার ‘বন্ধু ভাবাপন্ন’ ক্রিকেট দলকে হাল্কাভাবে নিতে চান না শাস্ত্রি। এটি তাদের গোপন কৌশলও হতে পারে, যা দিয়ে তারা সফল হতে চায়। তবে তিনি তার দলকে কঠিন তবে স্বচ্ছ ক্রিকেট খেলার নির্দেশ নিয়েছেন। শাস্ত্রি বলেন, ‘আমরা কোন অপরাধির মুখোমুখি হচ্ছি না। বাইরে কি ঘটছে সেদিকে না তাকিয়ে আমাদের মনোযোগ খেলার দিকেই রয়েছে।’
সাম্প্রতিক বছরগুলোতে ‘অসিদের চেহারায়’ বিরক্তির ছাপ এনে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসিস। এর আগে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও অসিদের বিপক্ষে সফলতা অর্জন করেছেন। তবে শাস্ত্রি মনে করেন না স্বাগতিক দলের নমনীয় আচরণ তার অধিনায়ককে আক্রান্ত করবে। তিনি বলেন,‘ এটি নিশ্চিত, তিনি (কোহলি) কোন ফাঁদে পা দেবেন না। তিনি অস্ট্রেলিয়া সফর পছন্দ করেন এবং নিজের মত করে পছন্দের খেলাটিকে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।’
সর্বশেষ হোম সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে শোচনীয়ভাবে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে ভারত। এ সময় সফরকারী ক্যারিবীয়দের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ, ৩-১ ব্যবধানে ওডিআই সিরিজ এবং ৩-০ ব্যবধানে টি-২০ সিরিজ জয় করেছে। তবে এ্যাওয়ে সিরিজে ভারতের এমন চেহারা দেখা যায়নি। দক্ষিন আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে এবং ইংল্যান্ডের কাছে ৪-১ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে তারা।
শাস্ত্রি বলেন,‘ এটি একটি কবলিত মুহূর্তের চিত্র। আপনি ওই ম্যাচগুলোর ফলাফলের দিকে তাকালে এর পুরো চিত্র বুঝতে পারবেননা। কয়েক মুহূর্ত বা ঘন্টার ঘটনা এই ব্যবধান গড়ে দিয়েছে। সেখান থেকেই আপনাকে শিক্ষা নিতে হবে।’
বাসস/এএফপি/এমএইচসি/১৯০৫/স্বব