বাসস ক্রীড়া-৮ : জাতীয় ‘বি’ দাবা শুরু

611

বাসস ক্রীড়া-৮
দাবা-জাতীয়
জাতীয় ‘বি’ দাবা শুরু
ঢাকা, ১৬ নভেম্বর, ২০১৮ (বাসস) : শুরু হলো ৪৪তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপ। জাতীয় ক্রীড়া পরিষদ আয়োজিত আজ শুরু হওয়া এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছে সারা দেশের ১২৪ জন দাবাড়ু। এ আসর থেকে শীর্ষ দশ দাবাড়ু সুযোগ পাবেন জাতীয় ‘এ’ দাবায় খেলার। দাবাড়ুদের উৎসাহ দিতেই তৃণমূল থেকে বাছাই করে আনার এই প্রক্রিয়া অব্যাহত রাখার আশ্বাস ফেডারেশনের। দেশের পাঁচ গ্র্যান্ডমাস্টারের সর্বশেষটা এসেছে প্রায় এক দশক আগে। তাই তৃণমূল থেকে একজন গ্র্যান্ডমাস্টার দাবাড়ু তুলে আনার উদ্যোগ ফেডারেশনের। তারই ধারাবাহিকতায় আয়োজিত ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপ। শত বাধা বিপত্তি পেড়িয়ে যাদের লক্ষ্যটা বেশ সুদূরে। দাবার গুটিকে সঙ্গী করে তারা যেতে চান অনন্য উচ্চতায়। ফেডারেশনের লক্ষ্যটাও প্রায় অভিন্ন। তাই দাবাড়ুদের উৎসাহ দিতে জেলা পর্যায় থেকে বাছাই করে আনা হয়েছে। এ প্রক্রিয়া ধারাবাহিক রাখার প্রত্যাশা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীমের।
বাসস/১৯৩৫/-স্বব