বাজিস-৫ : বরগুনায় সিডরে নিহতদের স্মরণে নানা কর্মসূচি পালিত

183

বাজিস-৫
বরগুনা-নিহতদের স্মরণ
বরগুনায় সিডরে নিহতদের স্মরণে নানা কর্মসূচি পালিত
বরগুনা, ১৫ নভেম্বর, ২০১৮ (বাসস) : ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে শোক র‌্যালি, স্মরণ সভা, গণকবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠান।
বরগুনা প্রেসক্লাবের আয়োজনে সকাল সাড়ে ৮টায় বরগুনা প্রেসক্লাব চত্বর থেকে একটি শোক র‌্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে গর্জনবুনিয়া গণকবরে পুস্পস্তবক অর্পণ, স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান করা হয়। এসব কর্মসূচীতে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মাহাবুবুল আলম অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান প্রেসক্লাব সভাপতি আনোয়ার হোসেন, নারী উদ্যোক্তা হোসনে আরা হাসি প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২০০৭ সালের এ দিনে ঘূর্ণিঝড় সিডর আঘাত হানে বরগুনাসহ এ উপকূলে। মাত্র আধাঘন্টার তান্ডবে লন্ডভন্ড হয়ে যায় উপকুল। প্রবল তোড়ে বেড়িবাঁধ উপচে এবং ভেঙে পানি ঢুকে চেনা জনপদ মুহুর্তে পরিণত হয় অচেনা এক ধ্বংসস্তুপে। সরকারী হিসেব অনুযায়ী বরগুনায় ১ হাজার ৩৪৫ জন মানুষের লাশ উদ্ধার করা হয়েছিল। এখনও নিখোঁজ রয়েছে ১শ’ ৫৬ জন।
বাসস/সংবাদদাতা/কেইউ/১২২১/নূসী