বাজিস-২ : নড়াইলের দুইটি আসনে আ’লীগের মনোনয়ন জমা দিলেন ৩৯ জন

209

বাজিস-২
নড়াইল-মনোনয়ন
নড়াইলের দুইটি আসনে আ’লীগের মনোনয়ন জমা দিলেন ৩৯ জন
নড়াইল, ১৫ নভেম্বর, ২০১৮ (বাসস) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর। নড়াইল-১ আসনে ইতিমধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করে জমা দিয়েছেন ২২ জন আর নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয় নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাসহ ১৭ জন। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্তু ছিল মনোনয়ন ক্রয় ও জমা দেয়ার শেষ সময়।
দলীয় সূত্রে জানাগেছে নড়াইল-১ আসনে ২২ ও নড়াইল-২ আসনে ১৭ জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র ক্রয় করেছেন।
নড়াইল-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পত্র ক্রয় করেছেন, বর্তমান সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নারী সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন্নেছা বাপ্পী, গহরডাঙ্গা মাদ্রাসার পরিচালক মুফতি রুহুল আমীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোল্যা ইমদাদুল হক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এমদাদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক শ্যামল দাস টিটু, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক কাজী সরোয়ার হোসেন, কালিয়া উপজেলা চেয়ারম্যান খান শামীম রহমান, কালিয়া পৌরসভার সাবেক মেয়র বিএম একরামুল হক, কালিয়া পৌরসভার মেয়র কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফকির মুশফিকুর রহমান লিটন, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হারুনার রশীদ, সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, নড়াগাতী থানা আওয়ামী লীগের সভাপতি হাজী মফিজুল হক, নড়াগাতী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ ফোরকান মোল্যা, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ আবিদুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক হাসনাত এ চৌধুরী, কালিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এফ এম শাহীন, লেঃ কমান্ডার ওমর আলী, আ’লী নেতা শেখ মিজানুর রহমান, কাজী মুশফিকুর রহমান ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ আব্দুল মান্নান।
নড়াইল-২ আওয়ামী লীগের মনোনয়ন পত্র ক্রয় করেছেন, বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য শেখ মোঃ আমিনুর রহমান হিমু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম আসিফুর রহমান বাপ্পী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোটে সৈয়দ আইয়ুব আলী, কেন্দ্রীয় মহিলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শারমীন সুলতান শর্মী, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মোঃ নূরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ রাশিদুল বাশার ডলার, জেলা আওয়ামী লীগের সদস্য এস কে আবু বাকের, জেলা আওয়ামী লীগের সদস্য হাসানুজ্জামান, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা লে.কর্নেল (অব) সৈয়দ হাসান ইকবাল, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য এ্যাডভোকেট শেখ মোঃ তরিকুল ইসলাম, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মুন্সী কামরুজ্জামান কাজল, আ’লীগ নেতা মোঃ সুজন রহমান, ব্যবসায়ী বাসুদেব ব্যানার্জী ও সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান তাপস।
বাসস/সংবাদদাতা/কেইউ/১২০০/নূসী