বাজেটে পুঁজিবাজারে দীর্ঘমেয়াদে বিনিয়োগ বাড়ানোর নীতি সহায়তা থাকবে : অর্থমন্ত্রী

733

ঢাকা, ১৭ মে, ২১০৮ (বাসস) : পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদী বিনিয়োগের উৎস হিসেবে তৈরি করতে আগামী বাজেটে নীতি সহায়তা থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
তিনি বলেন, ‘কিছু কিছু বাণিজ্যিক ব্যাংক পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী বিনিয়োগের চেষ্টা করছে। কিন্তু এটা ব্যাংকের কাজ নয়। পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদী বিনিয়োগের উৎস হিসেবে তৈরি করতে আগামী বাজেটে নীতি সহায়তা থাকবে।’
বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘বাংলাদেশে দীর্ঘমেয়াদী বিনিয়োগে অর্থায়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। অর্থ মন্ত্রণালয়, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এবং বিশ্বব্যাংক যৌথভাবে সেমিনারের আয়োজন করে।
সেমিনারে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া,অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান,বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফ্যন এবং বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক এম এম খায়রুল হোসেন বক্তব্য রাখেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বব্যাংকের সিনিয়র ফাইন্যান্সিয়াল অফিসার লার্নডু পাকসিনো এবং রিভার্সটোন ক্যাপিটাল লিমিটেডের সিইও মো. আশরাফ আহমেদ।
বাজেটের পর দীর্ঘমেয়াদী বিনিয়োগ বাড়াতে পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে উল্লেখ করে মুহিত বলেন,দেশের অর্থনীতির উন্নয়নে দীর্ঘমেয়াদে বিনিয়োগ বাড়াতে হবে। আর এই বিনিয়োগের উৎস হবে পুজিবাজার। কিন্তুপুঁজিবাজার দূর্বল হওয়ার কারণে সেটা সম্ভব হচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে উন্নয়শীল দেশের তালিকায় প্রবেশ করার জন্য আমাদের এখন থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। সেজন্য দেশে দীর্ঘমেয়াদে স্থায়ী বিনিয়োগ বাড়াতে হবে। আমাদের রফতানি পণ্যের তালিকা আরও বাড়াতে হবে। একটি দুইটি খাতের ওপর নির্ভর না করে নতুন নতুন শিল্পকারখানা স্থাপন করতে হবে।
এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, দেশে বিনিয়োগ বাড়াতে আগামী বাজেটে বেশ কিছু পদক্ষেপ নেয়া হবে। যাতে করে দেশে নতুন নতুন শিল্প কারখানাকে স্থাপন করা যায়।
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফ্যান বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় প্রবেশ করেছে। এখান থেকে আগামীতে মধ্যম আয়ের দেশে যেতে হলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ হতে হবে। আর এজন্য প্রয়োজন অবকাঠামো খাতের উন্নয়ন। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা।
তিনি আরো বলেন, রোহিঙ্গা সমস্যা মোকাবেলা করার জন্য বাংলাদেশকে দীর্ঘমেয়াদে পরিকল্পনা করতে হবে। এই সংকট মোকাবেলায় বিশ্বব্যাংক বাংলাদেশকে আগামীতেও অব্যাহত সমর্থন দিয়ে যাবে।
বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেনও পুঁজিবাজারে দীর্ঘমেয়াদে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।